বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পাইকগাছায় মিছিল ও সমাবেশ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার সকাল ১০ টায় পাইকগাছা পৌর সদরে বিক্ষোভ মিছিল বর করা হয়। মিছিল শেষে বাজার চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবলু। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান পারভেজ রনির পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, মো. রশীদুজ্জামান, শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম এবং এমএম আজিজুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিভূতি ভূষণ সানা, বাবু কৃষ্ণপদ মন্ডল, আব্দুস সালাম কেরু, এস এম শাহাবুদ্দিন শাহিন, জসিম উদ্দিন বাবু, এস এম শামসুর রহমান, গাজী আব্দুর রাজ্জাক রাজু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, জগদীশ চন্দ্র রায়, আবু সাঈদ কালাই, আ. ওয়াব বাবলু প্রমুখ।