যুবদল নেতা আক্তার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের সাবেক নেতা আক্তার হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে তার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাদআছর জেলা যুবদলের আয়োজনে শহরের ঘোপ কবরস্থান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলু, ঘোপ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হোসেন, বিএনপি নেতা মোকছেদ আলী মুন লাইট, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, নগর যুবদলের সাবেক সভাপতি শামিম হোসেন বাদল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। পরে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে আক্তার হোসেনের কবর জিয়ারত করেন।