কৃষক আন্দোলনকে সমর্থন জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

0

লোকসমাজ ডেস্ক॥ টানা ১১ দিন ধরে ভারতের দিল্লি সীমান্তে প্রতিবাদ করছেন দেশটির কৃষকরা। তাদের দাবি, কৃষি আইন প্রত্যাহার করতে হবে। শীতের এই ঠান্ডা উপেক্ষা করে খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন তারা। একে একে বিদেশি রাজনীতিকরা সমর্থন জানিয়েছেন তাদের।
অনেক তারকাও পাশে দাঁড়িয়েছেন। পাঞ্জাবি অভিনেতা দিলজিৎ সিং দোসাঞ্জ নিজে কৃষকদের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। আবার অনেক তারকাই মুখে কুলুপ এঁটেছেন। কৃষকদের জন্য একটি শব্দও খরচ করেননি। এবার নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে দেশে নেই। আমেরিকায় বসেই টুইটারে সমর্থন জানালেন কৃষকদের। তিনি লিখলেন, আমাদের কৃষকরা হলেন ভারতের খাদ্য সৈনিক। আশঙ্কা দূর করা উচিত। তাদের আশা পূরণ করা উচিত। সমৃদ্ধশালী গণতন্ত্রে এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। প্রিয়াঙ্কা দিলজিতের দিকেও সমর্থনের হাত বাড়িয়েছেন। পাঞ্জাবি তারকার টুইট কোট করেছেন। গতকাল রবিবার (৬ ডিসেম্বর) পাঞ্জাবি বক্সার বিজেন্দ্র সিংও দিল্লির সিংঘু সীমান্তে কৃষকদের পাশে বিক্ষোভে বসেছেন। তিনি জানিয়েছেন, কৃষকদের দাবি না মেটানো হলে তিনি ‘রাজীব খেলরত্ন’ সম্মান ফেরাবেন।