বাঘারপাড়ায় আমন ধান সংগ্রহের উদ্বোধন

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ এই শ্লোগানে যশোরের বাঘারপাড়ায় চলতি মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে খাজুরা খাদ্য গুদামে ফিতা কেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন, খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, এবার উপজলোর নিবন্ধনকৃত কৃষকদের কাছ থেকে ৬৮০ টন আমন ধান সংগ্রহ করা হবে। প্রতি কৃষকের থেকে ২৬ টাকা কেজি দরে ক্রয় করা হবে সর্বোচ্চ ৬ টন ধান। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলতি মৌসুমের আমন ধান সংগ্রহ কার্যক্রম চলবে।