লোহাগড়ায় ট্রাক চালক হত্যাকারী সুদখোরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

0

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল) ॥ লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় ট্রাক চালক বিলাল বিশ্বাসকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সুদখোর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মিছিল সমাবেশ ও মানববন্ধন হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, আইয়ুব হোসেন মৃধা, সমাজসেবক সৈয়দ বোরহান উদ্দিন, সৈয়দ আক্কেল আলী, আবুল কালাম বিশ^াস, শেখ নজরুল ইসলাম, নিহতের ছেলে বাপ্পি বিশ^াস।
রবিবার বিকেলে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এিকটি বিক্ষোভ মিছিল দিঘলিয়া বাজার প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদের সামনে মানবন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিঘলিয়া গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে ট্রাক চালক বিল্লাল বিশ্বাস (৫৫) প্রতিবেশী বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু বুড়ার কাছ থেকে ৩ লাখ টাকা সুদে ধার নেন। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু খাঁ ও কালু বুড়াসহ সঙ্গীয়রা বিল্লালকে পিটিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে বাপ্পি বিশ^াস লোহাগড়া থানায় ৭ জনকে আসামি করে ৪ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, এজাহারভূক্ত আসামি দিঘলিয়া গ্রামের মৃত জীবন বুড়ার ছেলে কালু বুড়াকে (৫৩) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।