চুয়াডাঙ্গায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর, মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ শেখ। চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৫২৭ মেট্টিক টন ধান এবং জেলার ৭৪ জন চালকল মালিকদের কাছ থেকে ৪ হাজার ১৩২ মেট্ট্রিক টন সিদ্ধ চাল কেনা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৯২ মেট্রিক টন ধান, আলমডাঙ্গা উপজেলা থেকে ৭৯৫ মেট্টিক টন ধান, দামুড়হুদা উপজেলা থেকে ২৯৯ মেট্রিক টন ধান ও জীবননগর উপজেলা থেকে ২৪১ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৪ জন চালকল মালিকদের কাছ থেকে ২৩২ দশমিক ৮০০ মেট্টিক টন,আলমডাঙ্গা উপজেলার ৩৫ জন চালকল মালিকদের থেকে ৫০১ দশমিক ৮৭০ মেট্রিক টন, দামুড়হুদা উপজেলার ৫ জন চালকল মালিকদের থেকে ৭৭ দশমিক ৬৪০ মেট্রিক টন ও জীবননগর উপজেলার ২০ জন চালকল মালিকদের কাছ থেকে ১ হাজার ৪৮৫ দশমিক ৮৪০ মেট্রিক টন সিদ্ধ চাল চাল সংগ্রহ করা হবে। ধান প্রতি কেজি ২৬ টাকা, চাল ৩৭ টাকা কেজি দরে কেনা হবে।