শৈলকুপায় ১৮ শতক জমির কলাসহ গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় ১৮ শতাংশ জমির ধরন্ত কলা কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে তার েেতর কলাগাছ কাটা হয়েছে বলে শেরপুর গ্রামের শরিফুল ইসলাম মন্টু অভিযোগ করেন। মন্টু জানান, ২০১৭ সালে তিনি শেরপুর গ্রামের মসলেম মাস্টারের ছেলে সাইফুল ইসলামের কাছ থেকে ১৮ শতাংশ জমি কেনেন। সেখানে বিদেশি জাতের দেড় শতাধিক ধুপছায়া কলাগাছের চারা রোপণ করেন তিনি। যা আর মাত্র দু মাস পরেই বিক্রির উপযুক্ত হতো। মসলেম মাস্টারের অপর দুই ছেলে মানিক ও ফয়সাল এ জমির মালিকানা দাবি করে আসছেন। মাঝে মধ্যে তারা দখলের চেষ্টা করে। মানিক ও ফয়সাল রাতের আঁধারে তার এ ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তার আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে অভিযুক্ত মানিক জানান, মন্টু তার বড় ভাইয়ের কাছ থেকে জমি কিনলেও তিনি ওই জমির মালিক না। কলাগাছের মালিক মন্টু পূর্বশত্রুতার জেরে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। এ নিয়ে শৈলকুপা থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মহসিন হোসেন জানান, তিনি কলাগাছ কাটার ঘটনাটি শুনেছেন। কলাগাছের মালিককে তিনি থানায় ্অভিযোগ দিতে বলেছেন।