বাঘারপাড়ায় উপনির্বাচন : বিদ্রোহীদের প্রতি আ.লীগ কেন্দ্রীয় নেতা কামালের হুঁশিয়ারি

0

স্টাফ রিপের্টার ॥ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন যশোর বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদের উপনির্বাচনে দলের বিদ্রোহী নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আগামীকাল (আজ সোমবার) সকাল সাতটার মধ্যে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে হাজির হতে হবে। এরপর এক যোগে সকলকে কাজ করে আগামী ১০ তারিখের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। আর এ কাজে কেউ অনুপস্থিত হলে তার জন্য কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বাদেও যারা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হয়েছেন তাদেরও একই কাজ করতে হবে।’ গতকাল রোববার বাঘারপাড়ায় উপনির্বাচন উপলক্ষে বাঘারপাড়া মহিলা কলেজ মাঠে নৌকা প্রতীকের এক সমাবেশে তিনি এ কথা বলেন। বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা আতিয়ার সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এমপি, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোল্লা অলিয়ার, যশোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বিপু, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা ফরিদ আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা আশিকউদৌলা অলক, মশিয়ার রহমান সাগর, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহসম্পাদক আলমগীর হোসেন রাজিব, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেকসহ সভাপতি আবু বক্কর শিকদার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ।