পাইকগাছায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারের শাস্তির দাবিতে মানববন্ধন, সাময়িক বহিষ্কার

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারের শাস্তির দাবিতে রোববার মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে ইউএনও’র কাছে স্মারকলিপি দেয়া হয়। এদিকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভায় সুপারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলার লস্কর পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান একই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্রীকে গত ৩০ নভেম্বর মাদ্রাসায় ডেকে আনেন। শিশুটিকে তার অফিস কক্ষে নিয়ে ধষর্ণের অভিযোগে পাইকগাছা থানায় মামলা করা হয়। পুলিশ সুপার হাবিবুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এ ঘটনায় রোববার সকাল ১০ টায় বাজার চৌরাস্তা মোড়ে এলাকাবাসী মানববন্ধন পালন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়া হয়। এদিন মাদ্রাসা ম্যানেজিং কমিটির জরুরি সভায় সুপারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে সভাপতি গাজী বজলুর রহমান জানান। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, ‘আমার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’