করোনায় সীমিত পরিসরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালে সীমিত পরিসরে গতকাল থেকে যশোরে শুরু হয়েছে তিনদিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০। সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন শহরের মুজিবসড়কস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সকাল ১০টায় ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় যশোর পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ মুন্সি মোঃ মনোয়ার হোসেন, ডাঃ মোঃ রফিকুল আলম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আসাদুজ্জামান, এমওসিএম ডাঃ রেহনেওয়াজ, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, এফপিএবি’র জেলা কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, পি.কেএস-এর কর্মকর্তা মোাঃ আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হচ্ছে নানান সমস্যার মধ্য দিয়ে। বিগত বছরগুলোতে ৬ দিনব্যাপী এ সপ্তাহ পালিত হলেও করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্ত করে ৩দিন করা হয়েছে। করোনাকালে অনাকাক্সিত গর্ভধারণ রোধ করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের আলোকে কর্মসূচি শুরু হয়েছে।