বাঘারপাড়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠানপাইকপাড়ায় গত শুক্রবার যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ফরিদগঞ্জ দক্ষিণের (পাটুয়ারী বাড়ি) মো. শাহাজহানের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকেলে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই জুুুুুুুুুুম্মান খান যশোর-মাগুরা সড়কের পাঠানপাইকপাড়ার মোবারক আলী ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছিলেন। এ সময় আসিফ-মিতু নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২৮৭৮) থামিয়ে তল্লাশিকালে সন্দেহ হওয়ায় শাহিন হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করেন তিনি। পরে তার কাছ থেকে তিনটি প্যাকেটে থাকা ৫শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।