যশোর জেনারেল হাসপাতালে রোগীদের চুরি যাওয়া মোবাইল ফোনসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দুই রোগীর চুরি যাওয়া মোবাইল ফোনসেটসহ মারুফ হোসেন রনি (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শহরের বেজপাড়া চিরুনি কলের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক মারুফ হোসেন রনি সদর উপজেলার মালঞ্চী গ্রামের ইউসুফ আলীর ছেলে। সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আলিমের অভিযোগ, তার ছেলে তোফান বিশ্বাস বাবু (১৮) দুর্ঘটনায় আহত হওয়ায় সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুুরুষ সার্জারি ওয়ার্ডে-২ চিকিৎসাধীন রয়েছে। গত শুক্রবার রাতে সে পাশে তার মোবাইল ফোনসেটটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত ৩টার দিকে ঘুম ভেঙে সে চার্জের স্থানে মোবাইল ফোনটি দেখতে পায়নি। অজ্ঞাত পরিচয় চোর তার মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। একই সময় প্রকাশ পায় যে, একই ওয়ার্ডে ভর্তি সোহেল রানা (২৪) নামে আরেক যুবকের একটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে। পরে এ ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ করা হলে এসআই অনুপম রায় তথ্য প্রযুক্তির সাহায্যে শনিবার সকাল সোয়া ৬টার দিকে বেজপাড়া চিরুনি কলের পাশ থেকে মারুফ হোসেন রনি নামে ওই যুবককে আটক করেন। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন দুটি উদ্ধার করে পুলিশ।