ফুলতলায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার আলকা ও তাজপুর মৌজায় ছোট ভাইয়ের জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে বড় ভাই হাফিজুর সরদার ওরফে পিন্টুর বিরুদ্ধে। ওই গ্রামের মৃত আজিজুল হক সরদারের ছেলে মো. আল-আমিন সরদারের থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, গত ২০০৭ সালে খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন ফুলতলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে তাজপুর মৌজার ২৯৩ খতিয়ানে ১১৭ দাগের এবং আলকা মৌজার ১০৬৫খতিয়ানের ৫৫২ ও ৫৫৫ দাগে দুই ভাইয়ের নামে মোট ৪৮ শতক জমি ক্রয় ও কবলা দলিল করা হয়। পরবর্তীতে নামজারি ও খাজনা দিয়ে দাখিলাও নেয়া হয়। পরে টাকার প্রয়োজনে ৪০শতক জমি অন্যত্র বিক্রি করার পর হাফিজুর রহমান পিন্টু তার স্ত্রী রোজিনা বেগমের নামে ১০ শতক জমি দানপত্র রেজিস্ট্রি করে দেয়। যদিও তার পাওনা ৪ শতক। অপরদিকে দানপত্র দলিল মূলে রোজিনা বেগম প্রকৃতপক্ষে তার পাওনা ৪ শতকের পরিবর্তে আল-আমিনের প্রাপ্য অংশসহ মোট ৮ শতক জমি চলতি বছর ১৬ সেপ্টেম্বরে ফুলতলার বুড়িয়ারডাঙ্গা গ্রামের মোস্তাফিজুর রহমান রিপন ও মাসুদ পারভেজ হিরনের নামে বায়নাপত্র রেজিস্ট্রি (নং-১৩৪৮/২০২০) করে। এদিকে গতকাল (শনিবার) দুপুরে হাফিজুর সরদার ওরফে পিন্টু তার সহযোগীসহ ঐ জমিতে গিয়ে সীমানা পিলার, বেড়া এবং সাইনবোর্ড উপড়ে ফেলে নিজের দখলে নেয়ার চেষ্টা করে। মো. আল-আমিন সরদার এর আগেই ফুলতলা থানায় জিডি (নং-১৯৭, তারিখ-০৪/১২/২০২০ইং) এন্ট্রি করেন।