মনিরামপুরে ঝাঁপা ইউনিয়ন আ.লীগ সভাপতির মৃত্যু

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। আক্রান্ত অবস্থায় গত শনিবার ভোরে হানুয়ার গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ২পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকালে রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাযা এবং জোহরবাদ হানুয়ার হাফিজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কোমলপুর মাধ্যমিক বিদ্যালয় ও রাজগঞ্জ প্রেসকাবের সভাপতি এস.এম.রবিউল ইসলাম, সাংবাদিক ওসমান গণি, হানুয়ার-কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা প্রমুখ।