রামপালে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের বিরুদ্ধে চার্জশিট

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। ৪০ দিনে গত সোমবার বাগেরহাটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তদন্তকারী কর্মকর্তা রামপাল থানার এস.আই আবুল বাশার দুই আসামির বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন।
মামলা সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার বড়কাটালী গ্রামের এক মুদি দোকানির মেয়েকে (১৩) গত ১৯ অক্টোবর অপহরণ করে। এ ঘটনার পরদিন ভুক্তভোগীর বোন রামপাল থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন, সাতীরার আশাশুনি থানার সুভদ্রাকাঠির ইয়াছিন সানার ছেলে ইলিয়াস সানা (৩৫) ও রামপাল থানার বড়কাটালী গ্রামের হাসেম শেখের ছেলে মাহারুন শেখ (৩৫)। পরে খুলনার র‌্যাব- ৬ ও রামপাল থানা পুলিশ ডুমুরিয়া থানার রানাই পালপাড়ার মনা পালের বাড়ি থেকে দুই আসামিসহ ওই কিশোরীকে উদ্ধার করে। পুলিশ কিশোরীর ডাক্তারি পরীা, জবানবন্দি ও তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয়।