শালিখায় ট্রাক উল্টে চাপা পড়ে ভ্যান যাত্রী নিহত, আহত ৩

0

আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া-কালীগঞ্জ সড়কে শনিবার সন্ধ্যায় ট্রাক চাপায় অর্চনা বিশ্বাস (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ভ্যান চালক শামীম (৩২) ও অপর দুই ভ্যান যাত্রী আহত হন। নিহত অর্চনা বিশ্বাস উপজেলা গেড়ামারা গ্রামের রতন বিশ্বাসের স্ত্রী। রতন বিশ্বাস জানান, তিনি স্ত্রী অর্চনাকে নিয়ে ভ্যানে চড়ে আড়পাড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আড়পাড়া-কালীগঞ্জ সড়কের চতিয়ার ঢাল এলাকায় সারবাহী একটি ট্রাক ভ্যানে ধাক্কা দিয়ে উল্টে ভ্যানের ওপর পড়ে। তিনি জানান তার স্ত্রীর লাশ ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছে। শালিখা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, একটি সারবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে ট্রাকটি উল্টে যায়। এ সময় ভ্যানসহ ওই মহিলা ট্রাকের নিচে চাপা পড়েন। এ রির্পোট লেখা পর্যন্ত মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল ও শালিখা থানা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে।