মোংলায় তরুণীকে শীলতাহানির অভিযোগে যুবকের তিন মাসের কারাদণ্ড

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে আটক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত যুবককে শনিবার সকালে মোংলা থানা থেকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, বুড়িরডাঙ্গা ইউনিয়নের দণি দিগরাজ বালুর মাঠ এলাকার কলেজে পড়া এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এ ঘটনায় শুক্রবার বিকেলে অভিযুক্ত যুবক মনিরুজ্জামান বাদলকে (২৮) ওই এলাকা থেকে আটক করে পুলিশ। সন্ধ্যায় থানায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বাদল বুড়িরডাঙ্গার দণি দিগরাজ বালুর মাঠের সেলিম মাতুব্বরের ছেলে।