কয়রায় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা চৌগাছা প্রেস কাব ও রিপোর্টার্স কাবের

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ খুলনার কয়রায় সন্ত্রাসী হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চৌগাছার সাংবাদিকরা। সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিবৃতি দিয়েছেন চৌগাছা প্রেস কাব ও রিপোর্টার্স কাবের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অপরাধীদের শাস্তি না হওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। কয়রার ঘটনায় ন্থানীয় সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার বাহিনীর সকল সদস্যকে অবিলম্বে আটক করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
বিবৃতিদাতার হলেন, প্রেস কাবের নব নির্বাচিত সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহ সভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স কাবের সভাপতি বাবলুর রহমান, সিনিয়র সহ সভাপতি এম হাসান মাহমুদ, সহ সভাপতি খলিলুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু প্রমুখ।