ঝিকরগাছায় বিএনপি নেতা আবুল কালাম আজাদের স্মরণ সভা ও দোয়া : কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : নার্গিস বেগম

0

তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর)॥ যশোর জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতই অসুস্থ হোন, সরকার তাকে ভয় পায় বলেই আটকে রেখেছে। আমাদের দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে মহান স্বাধীনতা ও পরবর্তীতে স্বৈরাচার বিরোধীসহ সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদল ও তরুণদের অগ্রগামী ভূমিকা বেশি ছিল। তিনি বলেন, জাতিকে বর্তমান ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্ত করতে হলে আজাদ-ওলিয়ারের মত সাহসিকতা নিয়েই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার বিকেলে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সদ্যপ্রয়াত উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আবুল কালাম আজাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তবে তিনি নার্গিস বেগম এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপুর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ মিজানুর রহমান খাঁন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌর বিএনপির আহবায়ক হারুণ অর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান সামাদ নিপুন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খাঁন রনি প্রমুখ। স্মরণসভাপূর্ব দোয়া পরিচালনা করেন, মোবারকপুর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রশীদ। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোসনা আলীম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর, রাশিদুল মমিন সুজন, আরমান হোসেন কাকন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, এনামুল হক, ইসমাইল হোসেন সোহাগ, আব্দুল গনি মিলন, হবিবর রহমান, মীর আব্দুর রাকিব, আশরাফুজ্জামান আশা, রফিকুল ইসলাম, শাহিন আহম্মেদ, মফিজুর রহমান, বিএনপি নেতা উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, শফিউল্লাহ খাঁন লিটন, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, সাবেক যুবনেতা আবু মুসা মিন্টু, ইউপি সদস্য আয়ুব হোসেন, হিরা মনি আক্তার, রওফুননেছা, সাবেক ছাত্রনেতা মোনাজ্জেল হোসেন লিটন, নাজমুল হক নাজু, তরিকুল ইসলাম, শাহাজান আলী, আরাফাত হোসেন কোমল, মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগর, সদস্য সচিব তানভির হোসেন চয়নসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে এদিন সকাল ১১ টায় মরহুম আবুল কালাম আজাদের কবর জিয়ারত করেন ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ। স্মরণসভা শেষে নার্গিস বেগম জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে মরহুম আবুল কালাম আজাদের বাসায় গিয়ে তার স্ত্রী রাবেয়া আজাদ ও একমাত্র পুত্র মোস্তাক হোসেন অমির সাথে দেখা করেন এবং তাদের সাথে বেশ কিছু সময় কাটান।