ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া স্মরণে দোয়ার মাহফিল

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ্ ॥ ঝিনাইদহে মরহুম জাহিদ হোসেন মুসা মিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানটির জাহেদী ফাউন্ডেশন একাডেমিক হল রুমে এ দোয়া মাহফিল হয়। এসময় কলেজের পরিচালনা পরিষদ সভাপতি অ্যাড. আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মহেশপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলী আকবর, আয়োজক প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক বি সি বিশ্বাস, ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু প্রমুখ। পরে মুসা মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।