কুষ্টিয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, মহাসচিবের নিন্দা

0

লোকসমাজ ডেস্ক॥ কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের এন এস রোডে পাবলিক লাইব্রেরির সামনে ওই কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটল। তবে দুটি ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ জানান, দুপুরে কার্যালয়ে বৈঠক করেন তারা। বিকাল ৩টার দিকে নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে বাড়ি যান। কার্যালয় খোলা রেখে সেখানে একজন পিয়ন ছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে জানতে পারি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, একদল সন্ত্রাসী কার্যালয়ে ভাঙচুর করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির প থেকে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অভিযোগ, শনিবার বিকেলে ছাত্রলীগের নেতা–কর্মীরা বিােভ মিছিল নিয়ে গিয়ে দলটির জেলা কার্যালয় ভাঙচুর করেছে। এ অবস্থায় এদিন বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক ভার্চুয়াল সভা শেষে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বারিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিকেলে ছাত্রলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী কোন কারণ ছাড়াই মিছিল সহকারে প্রকাশ্যে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। তিনি বলেন, দেশ পরিচালনায় ও জনগণের সমস্যা নিরসনে সীমাহীন ব্যর্থতা এবং দুর্নীতি, লুটপাট, দুঃশাসন আড়াল করতে গত সপ্তাহে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে অতর্কিতে হামলা করা হয়েছিল। এবার বিনা কারণে আকস্মিকভাবে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।