ডুমুরিয়া উপজেলা যুবলীগের সদস্য বহিস্কার

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়া উপজেলা যুবলীগের সদস্য মোঃ জাকির হোসেন মিলাটনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ এবং যুগ্ম আহবায়ক এ্যাডঃ আশরাফুল আলম রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য গত ৩০ নভেম্বর মাদকদ্রব্য বেচা কেনার সময় গাঁজাসহ ডুমুরিয়া থানা পুলিশ চুকনগর আশ্রায়ন প্রকল্প এলাকা থেকে মিল্টনকে গ্রেফতার কওে জেল হাজতে পাঠায়।