অভয়নগরে চাঁদার দাবিতে দলিল লেখকের বাড়িতে গুলিবর্ষণ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে চাঁদার দাবিতে বিপ্লব কুমার দে (৪০) নামে এক দলিললেখকের বাড়িতে দুই রাউন্ড গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। শুক্রবার ভোর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি গ্রামে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। বিপ্লব কুমার দে রানাগাতী গ্রামের মৃত গোবিন্দ লাল দের ছেলে। বিপ্লব কুমার দে জানান, তিনদিন আগে মোবাইল ফোনে তার কাছে নিষিদ্ধ চরমপন্থি দলের পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে না চাইলে শুক্রবার ভোর রাতে সন্ত্রাসীরা তার বাড়ির একটি দরজায় দুই রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। গুলির আঘাতে দরজা ভেঙ্গে যায়। খবর পেয়ে স্থানীয় রানাগাতী ক্যাম্প পুলিশ গুলির নমুনা সংগ্রহ করেছে। শুক্রবার দুপুরে ক্যাম্প পুলিশের সহায়তায় অভয়নগর থানায় বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান তিনি। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, গুলিবর্ষণের ঘটনায় কোন লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।