নানা আয়োজনে পালিত হলো পুনশ্চ যশোরের এক দশকে পদার্পণ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ‘র নয় বছর পেরিয়ে এক দশকে পদার্পণ উৎসব উদযাপিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি করোনাযোদ্ধা ১০ সংস্কৃতজনকে সম্মাননা জানানো হয়। সন্ধ্যা ৬টা ০১ মিনিটে অনুষ্ঠানের শুরুতে আশরাফ হোসেনের কথা ও সুকুমার দাসের সুরে সমবেত কণ্ঠে ‘পুনশ্চ সঙ্গীত’ পরিবেশিত হয়। এরপর অতিথিদের উত্তরীয় পরানো হয়। এ সময় প্রদীপ প্রজ¦ালন করেন সম্মানিত অতিথিবৃন্দ। সম্মাননা প্রদান, সমবেত সংগীত, আবৃত্তি, নৃত্য ও শিশুতোষ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে দুই ঘণ্টাব্যাপী এ উৎসব সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। প্রধান অতিথি ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন, প্রবীণ আইনজীবী মঞ্জুরুল হক, প্রেসকাব যশোরের সাবেক সভাপতি একরাম উদ দ্দৌল্লা, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের সম্পাদক আশরাফ হোসেন, প্রথম আলো বন্ধুসভা যশোরের সভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলে সংগঠনটির প থেকে সম্মাননাপ্রাপ্তরা হলেন সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও বিবর্তন যশোরের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সুরবিতান সংগীত একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য বাসুদেব বিশ^াস, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি শ্রাবণী সুর, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সপ্তসুর যশোরের পরিচালক রফিকুল ইসলাম ও নৃত্যবিতান যশোরের পরিচালক জন সঞ্জিব চক্রবর্তী। তবে সম্মাননা প্রদান এ অনুষ্ঠানে শ্রাবণী সুর ও সাজ্জাদুর রহমান খান বিপ্লব উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে সংগঠনের শিশু, কিশোর ও সাধারণ বিভাগের দেড় শতাধিক শিার্থীরা আবৃত্তি, গণসংগীত, সমবেত সংগীত, সমবেত নৃত্য পরিবেশনসহ শিশুতোষ নাটক ‘অবাক জলপান’ মঞ্চস্থ করে করে।