আজ থেকে যশোরে করোনা অ্যান্টিজেন পরীক্ষা শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার যশোর ২৫০ শয্যা হাসপাতালে শুরু হচ্ছে করোনা অ্যান্টিজেন পরীক্ষা। এতে খুলনা বিভাগের সন্দেহজনক করোনা রোগীদের দ্রুত পরীক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ কুমার রায় ও সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সকাল সাড়ে ১০টায় ঢাকায় এ অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধন করবেন। এ সময় ওই দু’কর্মকর্তা জুমের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। স্বাস্থ্যমন্ত্রীর উদ্বোধনের পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। হাসপাতালের প্যাথলজি বিভাগে অথবা একটি রুমে চলবে এ পরীক্ষা।
অ্যান্টিজেন পরীক্ষা সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে ডাঃ দিলীপ কুমার রায় বলেন, এ পরীক্ষার বিশেষত্ত হচ্ছে করোনা ভাইরাসের লক্ষণ আছে এমন রোগী প্রকৃত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা ১৫ মিনিট হতে ২০ মিনিটের মধ্যে জানা যাবে। অ্যান্টিজেন পরীক্ষার ফলাফলে যারা জায়গায় কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত প্রমাণিত হবেন, তাদের সাথে সাথে হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ড রেড জোনে পাঠিয়ে দেয়া হবে। যারা করোনায় আক্রান্ত না, অথচ লক্ষণ আছে, এমন রোগীদের আইসোলেশন ওয়ার্ড “ইয়োলোজোনে পাঠিয়ে দেয়া হবে। পরবর্তীতে আরো পরীক্ষা ও চিকিৎসা দেয়ার পর পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ পরীক্ষা করার জন্য হাসপাতালের চিকিৎসক ডাঃ অনুপমসহ প্যাথলজি টেকনিশিয়ানকে ঢাকা থেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে ডাঃ দিলীপ কুমার রায় জানিয়েছেন, যারা দেশে একযোগে ১০ জেলায় আজ শুরু হচ্ছে করোনা ভাইরাস শনাক্ত করতে অ্যান্টিজেন পরীক্ষা এর ভেতর রয়েছে খুলনা বিভাগের দু’টি জেলা যশোর ও মেহেরপুরে। যারা এ পরীক্ষা করবেন তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতাল ও মেহেরপুর সদর হাসপাতালে আসতে হবে। অন্য জেলাগুলো হচ্ছে- গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, ব্রাহ্মবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট।