যশোরে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু : আক্রান্ত ১৩

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান (৫৫), নামে ওই ব্যক্তি মারা যান। এদিকে, গতকাল আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা পুরুষ আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া আব্দুর রহমানের বাড়ি সদর উপজেলার মোবারক কাঠি গ্রামে। প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ঠসহ করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ ঘন্টার ব্যবধানে তার মৃত্যু হয়। মৃত্যুর পর করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা সন্দেহে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে যশোর সিভিল অফিসের দৈনন্দিন প্রতিবেদনে জানানো হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে কাল ৫১টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ওই রিপোর্টে আক্রান্ত হয়েছেন ১৩ জন। নমুনা পরীক্ষা অনুযায়ী গড়ে ৪ জনে একজন আক্রান্ত হয়েছেন করোনায়। আক্রান্তদের মধ্যে যশোর সদরে ১০ জন, ঝিকরগাছায় ২ জন ও অভয়নগরে ১ জন রয়েছেন আক্রান্তের তালিকায়।
এর ভেতর যশোর জেলা শ্রমিক লীগের সাবেক প্রচার সম্পাদক এবং যশোর এবং যশোর শিক্ষা বোর্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খড়কির আব্দুল্লাহ হেল কাফী (৬২), শহরের ঘোপ সেন্টাল রোড এলাকার বৃদ্ধা পটিরণ নেছা (৮৫), বারান্দীপাড়ার শেখ ওবাইদুর রহমান (৭২), মর্জিনা বেগম (৬৭), বেজপাড়ার কবির হোসেন (৬৪), আক্তার পারভীন (৬২), পালবাড়ী শামীমা নাসরিন (৫০) চাঁচড়ার নিপা হোসেন (৫০), সদর উপজেলার সুজলপুরের লাইলা বেগম (৭৫), সাড়াপোলের অধীর চন্দ্র দাস (৭৫), ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরের কাকলী খাতুন (৩৯), মল্লিকপুরের ফাতিমা আক্তার (২১), অভয়নগরের গুয়াখেলা গ্রামের সোহাগী আক্তার রিপা (২০)। শীতকালীন করোনাভাইরাসের প্রভাব যশোরে বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।