পানগাঁওয়ে কর্মকর্তা লাঞ্ছিত : বেনাপোল কাস্টমস হাউসে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ কেরানীগঞ্জের পানগাঁও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবির কর্তৃক রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্র বিশ^াসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার বেনাপোল কাস্টমস হাউসে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালিত হয়েছে। প্রতিবাদকারী কর্মকর্তারা এদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও খুলনা কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (খুকাএভ) এর বেনাপোলের সকল কর্মকর্তা ওই কর্মবিরতিতে অংশ নেন। যে কারণে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউসে এ্যাসেসমেন্ট ও পরীক্ষণ গ্রুপে সকল কাজ বন্ধ ছিল। কাস্টমস হাউসের সামনে একটি টেবিলের ওপর কলম ফেলে তারা কর্মবিরতি পালন করেন। কর্মসূচিতে অংশ নেন খুকাএভ বেনাপোল কাস্টমের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার আহম্মেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ঢাকা এ্যাভ’র সহসভাপতি রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম, ৩৭তম বিসিএস নন ক্যাডার এসোসিয়েশনের সভাপতি মেজবাহ হাসান, রাজস্ব অফিসার স্বপন কুমার বালা, রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম, নঈম মীরন, আলমগীর হোসেন, আশরাফুল আলম, মোশফেকুর রহমান, তরুনজিৎ সরকার, মাজেদুর রহমান, আরিফুল ইসলাম, দিদারুল ইসলাম প্রমুখ।