মাগুরায় ২৫ গরু মারা যাওয়ার পর বাটারি কারখানা সিলগালা, ১০ শ্রমিকের কারাদণ্ড

0

মাগুরা সংবাদদাতা ॥ মাগুরা সদরের বারাসিয়া গ্রামের উত্তরপাড়া মাঠে অবৈধ ব্যাটারি কারখানা থেকে নির্গত বিষাক্ত সিসা বাতাসে মিশে কৃষকের ২৫টি গরু মারা গেছে। এ ঘটনায় বুধবার ওই কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। ফাইভস্টার নামে অবৈধভাবে গড়ে ওঠা ওই ব্যাটারি কারখানার ১০ জন শ্রমিককে কারাদণ্ড দেয়া হয়েছে। ওই শ্রমিকরা গাইবান্ধা জেলার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বারাসিয়া উত্তরপাড়া মাঠে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক উপস্থিত না থাকায় এখান থেকে ২৭২ পিস সিসার মন্ড জব্দ করা হয়। কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে । এ সময় কারখানায় কর্মরত ১০ জন শ্রমিককে আটক করা হয়েছে । তাদের স্বল্প মেয়াদে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি কারখানা সংলগ্ন একটি ইটভাটাকে এলাকার পরিবেশ দূষিত হওয়ার কারণে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।