অভয়নগরে স্বামীর আগুনে দগ্ধ হিরা বেগমের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় দগ্ধ গৃহবধূ হিরা বেগম চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন। গত ২৬ নভেম্বর উপজেলার চাকই-মরিচা গ্রামে হিরা বেগমকে (৩৩) তার স্বামী বিল্লাল সরদার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজ জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে গৃহবধূ হিরা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বুধবার ভোরে তিনি মারা যান। হিরা বেগমের ভাই নয়ন সরদার জানান, তার বোনকে একমাস আগে বিল্লাল সরদারের সাথে বিয়ে দেয়া হয়। ঘটনার দিন বিল্লাল সরদার কথাকাটাকাটির এক পর্যায়ে হিরা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বিলের দিকে দৌঁড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, গত মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামি আটকের অভিযান শুরু করেছে।