পরিবার কল্যাণ সেবা সপ্তাহ শুরু ৬ ডিসেম্বর

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৬ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে পালিত হবে তিনদিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। বিগত বছরগুলোতে ছয় দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হলেও এবার করোনার কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। গতকাল বিকেল ৩টায় যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভায় বলা হয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইসি অপারেশন প্লানের আওতায় চলবে ও কর্মসূচি। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা বিষয়ে এ সময়ে জনসচেতনতা সৃষ্টি করা হবে। বিশেষ সেবা প্রদানের উদ্দেশ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সরকারি-বেসরকারি, প্রাইভেট সেক্টরের সকল সেবা কেন্দ্রে পরিবার কল্যাণ সেবাও প্রচার সপ্তাহ উদযাপিত হবে। অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল হাসান, যশোর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাঃ মুন্সী মোঃ মনোয়ার হোসেন, প্রেসকাব যশোরের সম্পাদক আহসান কবির প্রমুখ। অ্যাডভোকেসি সভায় বিভিন্ন উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা পরিবার পরিকল্পনা অফিস এ সভার আয়োজন করে।