বাঘারপাড়ার নির্বাচনী সহিংসতার আ.লীগের দু’পক্ষের মামলার ৪১ জনের জামিন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার উপনির্বাচনে সহিংস ঘটনার একটি মামলায় মঙ্গলবার আদালত থেকে জামিন পেয়েছেন ৪১ জন আসামি। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম আসামিদের আবেদনের প্রেক্ষিতে তাদের জামিন মঞ্জুর করেন।  জামিনপ্রাপ্তরা হলেন-বাঘারপাড়ার উত্তর চাঁদপুর গ্রামের মিন্টু হোসেন, জয়রামপুরের ইজার আলী, জিহাদ হোসেন, আবু সাঈদ, বাপ্পা, কুরবান আলী, আরমান হোসেন, দাউদ ইব্রাহিম, তরিকুল ইসলাম, আলাদীপুর গ্রামের বাপ্পা, শহিদ সরদার, ইকবাল, বারভাগ গ্রামের সাহেব আলী, সুজন, আতিক সরদার, নিত্যনন্দপুর গ্রামের হালিম, জয়রামপুর গ্রামের অপু, শাহীন মোল্লা, রাধানগর গ্রামের বিল্লাল, শাজাহান ধাবক, বাররা গ্রামের রফিক, আজাহার, মীরপুর গ্রামের মুন্সি বাহার উদ্দিন, দোহাকুলা গ্রামের শামসুর রহমান, হালদা গ্রামের শরিফুল, মুন্না, বেতালপাড়ার রবিউল, রবিউল কানা, হারুন নাপিত, রাজিব, চাঁদপুর গ্রামের শিপন লস্কর, মাঝিয়ালি গ্রামের সেলিম বিশ্বাস, হিংগারপাড়া গ্রামের কৌশিক শিকদার, ডাক্তার মিজানুর, জোহরপুর গ্রামের খন্দকার কামাল, উত্তম বিশ্বাস, সেলিম খন্দকার, হলিহট্ট গ্রামের মাসুদুর রহমান, জসিম, রশিদ ও জয়পুর গ্রামের আলী আজগর হৃদয়। উল্লেখ্য, ২৯ নভেম্বর সন্ধ্যায় আলাদীপুর বাজারে নৌকা প্রতীকের লোকজন প্রচারণাকালে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তাদের মারপিট করেন বলে অভিযোগ। এ ঘটনায় নৌকা প্রতীকের সমর্থক ওলিয়ার রহমান ৩৭ জনের নামউল্লেখসহ অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই রাতে ৬ জনকে আটক করেন। পরদিন ৩০ নভেম্বর সোমবার তাদের আদালতে সোপর্দ করলে এর মধ্যে ৫ জনের জামিন মঞ্জুর করেন বিচারক। এরপর ১ ডিসেম্বর মঙ্গলবার পুলিশ এ মামলায় সন্দেহভাজন আরও ৯ জনকে আটক করে আদালতে সোপর্দ করে। একইদিন আরও ৩১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এছাড়া আটক সন্দেহভাজন ৯ জন আসামির আবেদনের প্রেক্ষিতে তাদেরও জামিন মঞ্জুর করেন আদালত। একইদিন ২৯ নভেম্বর আটক আরেক আসামির আদালতে জামিন মঞ্জুর হয়।