তালায় তেয়াশিয়া নদীর অবৈধ সকল নেট-পাটা অপসারণ শুরু

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ খাল বিলের জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা খলিষখালী ইউনিয়নের তেয়াশিয়া নদীতে অবৈধ সকল নেট-পাটা অপসারণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে খলিষখালী ইউনিয়নের গাছা জনেকের বাড়ির ব্রিজ থেকে নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ কার্যক্রম শুরু হয়। খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান ও সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের নেতৃত্বে অপসারণ কাজে অংশ নেন, খলিষখালী ইউনিয়ন পরিষদের মেম্বার পঙ্কজ রায়, ওসমান গনি, গনেশ বর্মন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার নাজিমউদ্দীন, আওয়ামীলীগ নেতা দিলীপ মন্ডল, অনিমেশ মন্ডল, মফিদুল ইসলাম, মোন্তাজ মোড়ল, আব্দুল গনি মাস্টারসহ স্থানীয় সাধারণ মানুষ। চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, তেয়াশিয়া নদী দিয়ে সরুলিয়া ও খলিষখালী ইউনিয়নের বিলের পানি নিষ্কাশন হয়। তেয়াশিয়া নদীর পানি শালিখা গেট দিয়ে কপোতাক্ষ নদে পড়ে। কিন্ত সম্প্রতি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের টিআরএম প্রকল্পের বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে তেয়াশিয়া নদীতে অতিরিক্ত পানির চাপ বৃদ্ধি পায়। অন্যদিকে তেয়াশিয়া নদীতে অবৈধভাবে নেট-পাটা দিয়ে মাছ ধরার কারণে সেখানে শেওলা জমে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়। যে কারণে অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে।