বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতি পালন অব্যহত

0

শার্শা(যশোর)সংবাদদাতা পানগাঁও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবির কর্তৃক রাজস্ব কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে বেনাপোল কাস্টমস হাউসে দ্বিতীয় দিনেও কর্মবিরতি পালন করেছেন রাজস্ব কর্মকর্তারা। প্রতিবাদকারীরা সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও খুলনা কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (খুকাএভ) এর বেনাপোলের কর্মকর্তারা এই কর্মবিরতিতে অংশ নেন। ফলে মঙ্গলবারও বেনাপোল কাস্টমস হাউসে এ্যাসেসমেন্ট ও পরীক্ষণ কোন গ্রুপেই কাজ হয়নি। সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর কেরাণীগঞ্জের পানগাঁও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের নিজ কে সহকারী রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তাকে ব্যাপক মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর থেকে সারাদেশের রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের মধ্যে ােভের সৃষ্টি হয়। এরপর তারা দেশব্যাপী বিভিন্ন প্রতিবাদমূলক কর্মসূচি গ্রহণ করে। তারই অংশ হিসেবে বেনাপোল কাস্টমস হাউসেও কর্মবিরতি চলছে। বেনাপোলের কর্ম সূচির নেতৃত্বে ছিলেন বেনাপোল কাস্টমের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, স্বপন কুমার দাস, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, নজরুল ইসলা, নঈম মীরন, তরিকুল ইসলাম, আলমগীর হোসেন, আশরাফুল আলম,শফিকুর রহমান, মোশফেকুর রহমান প্রমুখ।