নানা আয়োজনে মোংলা সমুদ্র বন্দরের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে মোংলা সমুদ্র বন্দরের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫০ সালের এই দিনে (১ ডিসেম্বর) সমুদ্র বন্দরটির কার্যক্রম ও যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল নয়টায় বেলুন ও পায়রা উড়িয়ে দিনটির শুভসূচনা করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। এ সময় বন্দর ভবন চত্বর থেকে বন্দর কর্তাকর্তা ও কর্মচারীরা বর্ণাঢ্য র‌্যালি বের করেন। পরে কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বন্দরের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ ছাড়া তিনি পশুর চ্যানেলের নাব্যতা সংকট দূর করাসহ সমুদ্র এ বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনায় গৃহীত প্রকল্প ও নানা পদক্ষেপ গ্রহণের বিষয়ে অবগত করেন। সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমদানি-রফতানিকারকদের সেবা নিশ্চিত করতে সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও স্বাভাবিক রয়েছে। চলমান গতি ধরে রাখতে কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধান কর্মকর্তা ছাড়া সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।