বিজয়ের মাস

0

মাসুদ রানা বাবু ॥ শোক আর শ্রদ্ধায় মুক্তিযোদ্ধাদের স্মরণের মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। এ মাস এলেই মানুষ হারিয়ে যায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনের স্মৃতিচারণে। একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠতম অর্জন। এর পেছনে রয়েছে লাখ লাখ মানুষের রক্ত ও মহান আত্মত্যাগ। মুক্তিপাগল বাঙালি জাতির এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজের রক্তস্নাত স্বাধীন পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ডিসেম্বরের এই দিনে যশোরের সমস্ত সীমান্তে মুক্তিযোদ্ধারা শক্ত অবস্থান গড়ে তোলে। অধিকাংশ সীমান্ত ক্যাম্প থেকে হানাদার বাহিনী ও রাজাকার পিছু হটতে শুরু করে। মানুষ বিজয়ের পদধ্বনি শুনতে পেয়ে আশায় বুক বাধে।