শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ দুঃসময় অতিক্রম করছে : মির্জা ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ শুধু বিএনপি নয়, গোটা দেশ ও দেশের মানুষ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এখন অন্যায়ভাবে কারাগারে রয়েছেন, বন্দি হয়ে রয়েছেন। আমাদের ৩৫ লাখ মানুষ মিথ্যা মামলায় আসামি হয়ে আছে। আমাদের শত শত কর্মী, আমাদের ভাই, আমাদের সহযোগী তাদের হত্যা করা হয়েছে, তাদের গুম করা হয়েছে।” জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার রাতে ভার্চুয়াল বিজ্ঞান মেলার ‘গ’ বিভাগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে দেশের ‘গণতন্ত্রহীন অবস্থার’ কথা তুলে ধরতে গিয়ে বিএনপি মহাসচিব এ সব বলেন।
মির্জা ফখরুল বলেন, “অনেক পরিবার আজ অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছে। আমাদের এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। একদিকে যেমন বিজ্ঞানচর্চার মধ্য দিয়ে এগোতে হবে, অন্যদিকে ঠিক একইভাবে রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমাদের সামনে এগোতে হবে।” তিনি বলেন, “এই দুঃসময় থেকে দেশকে মুক্ত করতে হবে। শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সেই দেশ আমাদের সৃষ্টি করতে হবে। একাত্তরের সেই মহান স্বাধীনতার চেতনাকে বাস্তবায়ন করতে হবে, এই রাষ্ট্রকে নির্মাণ করতে হবে।” এ সময় তরুণ-যুব সমাজকে রাজনৈতিক সচেতন হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম। বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না লাগলে টেকসই উন্নয়ন কখনোই সম্ভব হবে না। বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি, উইশ্যাল ওভারকাম। আমাদের অনেক বয়স হয়ে গেছে। কিছুদিন পর এ পৃথিবীতে থাকবো না। কিন্তু তরুণেরা যে প্রজেক্ট নিয়েছে তাতে আমি আশান্বিত হয়েছি, কী চমৎকার, রাষ্ট্র নিয়ে কত গভীরে ওরা চিন্তা করছে।” “চতুর্দিকে অনেকে অন্ধকার দেখেন, ফ্রাসট্রেশন দেখেন। আমি তাতে বিশ্বাস করি না”. যোগ করেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে মাসরুর চৌধুরী, রকীন হাসান প্রত্যয়, নাহিদ চৌধুরী, সাবাব তাসরিফ জামান, আবদুল মান্নান, সোহাগ সরকার, সুরাইয়া আখতার মৌসুমী ও জান্নাতুল নওরীন উর্মি প্রমুখ প্রতিযোগীরা তাদের প্রণীত মডেল প্রকল্পের প্রস্তাবনা তুলে ধরেন। বিচারক প্যানেল থেকে ড. মোয়াজ্জেম হোসেন মিয়া, ড. হাসানুজ্জামান, ড. ফজলুল হক, ড. এসএম আবদুর রাজ্জাক, ড. রেজউল করীম প্রতিযোগীদের প্রস্তাবিত প্রকল্প বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। ভার্চুয়াল মেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। মোস্তফা আজিজ সুমন ও কানিতার সঞ্চালনায় অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ফাউন্ডেশনের নানা কার্যক্রম তুলে ধরেন।