যশোরে বাস থেকে সোনার ৩০টি বারসহ ৩ জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সোমবার যশোর সদরের বাহাদুরপুর বাজারে যাত্রীবাহী একটি বাস থেকে ৩০টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) লেফট্যানেন্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, দুপুর ১২ টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারে শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাসকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। বিজিবি’র সংকেত পেয়ে চালক বাসটি থামালে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাস থেকে সাড়ে ৩ কেজি ওজনের সোনার ৩০টি বারসহ তিন চোরাচালানীকে আটক করেন বিজিবি সদস্যরা। উদ্ধার হওয়া সোনার মূল্য ২ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। আটক তিন সোনা চোরাচালানী হলেন-মুন্সীগঞ্জ সদরের গোস্ট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের মৃত মন্টু সাহার ছেলে প্রদীপ সাহা (৫৫) ও ঢাকার গেন্ডারিয়ার কালীগঞ্জ সাহা রোডের সোভেল দত্তের ছেলে পংকজ দত্ত (৪৮)।