বেনাপোল কাস্টমস্ হাউসে রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতি পালন

0

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ কেরানীগঞ্জে পানগাঁও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবির একজন রাজস্ব কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে তাঁকে বরখাস্তের দাবিতে যশোরের বেনাপোল কাস্টমস্ হাউসে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। প্রতিবাদকারীরা সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। সোমবার সকাল থেকে বেনাপোল কাস্টম হাউসের ভেতরে বিােভ করেছেন কাস্টমস্ কর্মকর্তাদের সংগঠন। যার নেতৃত্বে ছিল বাংলাদেশ কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও খুলনা কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (খুকাএভ)। সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর কেরানীগঞ্জে পানগাঁও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের নিজ কে রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর থেকে সারাদেশের সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে ােভের সৃষ্টি হয়। সূত্র জানায় আরও জানা যায় , কোনো এক ফাইলের বিষয়ে অনৈতিক দাবি ছিল যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের। কিন্তু ওই রাজস্ব কর্মকর্তা সেটির বিরোধিতা করায় তাঁকে ডেকে নিয়ে মারধর করা হয়। প্রতিবাদকারীদের বক্তব্য ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও অভিযুক্ত যুগ্ম কমিশনারকে বরখাস্ত করা হয়নি। তাকে বরখাস্ত করার দাবি জানানো হয়, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা উলেখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, স্বপন কুমার দাস,দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, আশরাফুল আলম,শফিকুর রহমান, আলমগীর হোসেন, মোশফেকুর রহমান প্রমুখ।