মাগুরায় জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অবহিতকরণ সভা

0

মাগুরা সংবাদদাতা ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির ওপর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোভা ফাউন্ডেশন এ সভার আয়োজন করে । অবহিতকরণ সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক সরোজ কুমার দাস ও রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান। সভায় জানানো হয়, দেশের ৬৪টি জেলার ৩৪৫টি উপজেলায় ঝরে পড়া শিক্ষার্থীদের রোধ করতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় মানসম্মত শিখন-শেখানো পদ্ধতি শুরু হচ্ছে। এ শিক্ষা কার্যক্রমের আওতায় ৮-১৪ বছর বয়সী ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাদান করা হবে।