দোয়া মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিত : হাসান সালেহ’র বলিষ্ঠ নেতৃত্বে কৃষকদল সুসংগঠিত হয়েছিল

0

স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা কৃষকদলের সাবেক সভাপতি আলহাজ্ব হাসান সালেহ’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদআছর জেলা কৃষকদলের আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত দলের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস ছিল হাসান সালেহ’র। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা হয়। হাসান সালেহ’র সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্বে যশোরে কৃষকদল অনেক শক্তিশালী ও সুসংগঠিত হয়েছিল। নেতা-কর্মীদের সাথে তাঁর আত্মার সম্পর্ক ছিল। করোনা মহামারীর মধ্যে গুরুতর অসুস্থ হয়েও তিনি নেতা-কর্মীদের প্রতিনিয়ত খোঁজ-খবর নিতেন এবং তাদেরকে কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানাতেন। সাচ্চা জাতীয়তাবাদের এই মানুষটির মৃত্যুতে কৃষক দলের যে ক্ষতি হলো- তা অনেকদিন ধরে অনুভব করতে হবে। অনিন্দ্য ইসলাম অমিত হাসান সালেহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, প্রফেসর গোলাম মোস্তফা, অ্যাড. মোহাম্মদ ইসহক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা কৃষকদলের সহ-সভাপতি শিকদার সালাউদ্দিন, শামসুদ্দিন বাবলু, সহ-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মুকুল, জাকির হোসেন, ফুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কৃষকদল নেতা আমিরুল ইসলাম, শওকত আলী, আব্দুল আলিম, এসএম সেলিম, নূর ইসলাম, জয়নাল আবেদিন মন্টু প্রমুখ।