আজ বিশ্ব এইডস দিবস : ১৪ বছরে যশোরে আক্রান্ত ১৩৫, মৃত্যু ১০ জন

0

বিএম আসাদ ॥ আজ ১ ডিসেম্বব বিশ্ব এইডস দিবস। দেশের অন্যান্য স্থানের ন্যায় যশোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ঝুঁকির মধ্যে রয়েছে এ জেলা। গত ১৪ বছরে যশোরে এইডসে ১শ’ ৩৫ জন নারী-পুরুষ এইডসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জেলা এইডস কমিটির। কমিটির সদস্য সচিব ও ডেপুটি সিভিল সার্জন ডা. প্রতিভা ঘরাই ও প্রোগ্রাম অফিসার মো. আবিদুর রহমান জানিয়েছেন, যশোরে ১৪ বছরে আক্রান্ত ১শ’ ৩৫ জন এইডস রোগীর ভেতর ৩ জন নারী ও ৭ জন পুরুষ মিলে মোট ১০ জন মারা গেছে। ২০০৬ সাল থেকে যশোরে এইডসের কার্যক্রম শুরু হয়। ওই সময় থেকে এ পর্যন্ত ১শ’ ৩৫ জনের শরীরে এইচআইভি-এইডস ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০২০ ও ২০১৯ সালে দু’বছরে ১০ জন করে ২০ জন এইডসে আক্রান্ত হয়েছেন। ২০১৮ সালে ৬ জন এবং ২০১৭ সালে ৮ জন আক্রান্ত হন এইডসে। এছাড়া ২০১৬ সালে ১৩ জন, ২০১৫ সালে ৩৩ জন, ২০১৪ সালে ২৩ জন, ২০১৩ সালে ৮ জন, ২০১২ সালে ৯ জন, ২০১১ সালে ৬ জন, ২০১০ সালে ৭ জন ও ২০০৮ সালে ৮ জন আক্রান্ত হন এইডসে। ২০০৯ সাল, ২০০৭ সাল ও ২০০৬ সালে পরীক্ষা করা হলেও কেউ আক্রান্ত হননি এইচআইভি এইডসে। এ সময়ে মোট ২২ হাজার ৯শ’ ৮ জনকে এইচআইভি পরীক্ষা করা হয়।
যশোরে এইচআইভি এইডস পরীক্ষা করার জন্য মোট ১০টি সেন্টার রয়েছে। এগুলো হচ্ছে- যশোর ২৫০ শয্যা হাসপাতাল, এফপিএবি যশোর শাখা, নাইট হাউজ, অর্পণ মানব কল্যাণ সংস্থা, বঞ্চিতা সমাজ কল্যাণ সংস্থা, শক্তি, আশার আলো সোসাইটি, পায়য়ক্ট বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এইচআইভি এইডসে আক্রান্ত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, এবারের বিশ্ব এইডস, প্রতিরোধে সবাই নিব দায়িত্ব। কর্মসূচির আলোকে সকাল সাড়ে ৮টায় যশোর সিভিল সার্জন অফিসের সামনে সকলে দাঁড়িয়ে স্ট্যান্ড র‌্যালি ও র‌্যালি পরবর্তী সময়ে সিভিল সার্জনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে সকাল ৯টায় যশোর ২৫০ শয্যা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হবে স্ট্যান্ড র‌্যালি ও আলোচনা সভা। সরকারি দপ্তরসহ বিভিন্ন সংস্থার কর্মীগণ র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেবেন।