বারান্দীপাড়ায় আলাউদ্দিন হত্যাকাণ্ডে আটক সন্ত্রাসী শুভ’র স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বারান্দী মালোপাড়ায় আলাউদ্দিন খুনের ঘটনায় আটক সন্ত্রাসী শুভ রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সিআইডি পুলিশ সূত্র জানায়, আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম শুভকে গত ২৬ নভেম্বর আটক করেন তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন। পরদিন তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হয়। এ সময় আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর রিমান্ড শেষ হওয়ায় রোববার শুভকে আদালতে সোপর্দ করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান, রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদে শুভ হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে। হত্যাকা-ের সাথে মামলার অপর আসামিরা জড়িত ছিলো বলেও সে জানিয়েছে।
উল্লেখ্য, আরবপুর এলাকার শুকুর আলীর ছেলে আলাউদ্দিন চুরিসহ নানা অপরাধের সাথে জড়িত ছিলো। চোরাই মালামালের ভাগের টাকা নিয়ে বিরোধের জের ধরে গত ১৭ জুলাই সকালে বারান্দী মালোপাড়ায় ডেকে এনে কুপিয়ে হত্যা করে সহযোগীরা। এ ঘটনায় নিহতের পিতা শুকুর আলী হাসপাতালে ছেলের লাশ সনাক্ত করেন। এই ঘটনার পরদিন শুকুর আলী ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন। আসামিরা হচ্ছে-ঝুমঝুমপুর কুমারপাড়ার রবিউল ইসলামের ছেলে শুভ, বারান্দীপাড়া টাওয়ার মোড়ের রাজ্জাকের ছেলে শাহারাজ, বারান্দীপাড়া মোল্লাপাড়ার শামীমের ছেলে শরীফ, বদরুদ্দীনের ছেলে রিপন, শরীফের ছেলে রাজ বাবু এবং একই এলাকার বাপ্পী ও হেদায়েত।