সরকারি চাকরি একটি আদর্শ, যদি সৎভাবে করা যায়-সাতক্ষীরা দায়রা জজ

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, সরকারি চাকরি করাও একটি আদর্শ, যদি সৎভাবে নিজ দায়িত্ব পালন করা যায়। তিনি বলেন, আমাদের উচিৎ একটি সুস্থ ও সুন্দর বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং নিজ নিজ স্থান থেকে জনগণের সেবা করার চেষ্টা করা। রোববার সকাল ১০ টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী কর্তৃক আয়োজিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসী’ কনফারেন্সে তিনি এসব কথা বলেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান ও সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. ফারুক ইকবাল, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়ারুল ইসলাম, লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তারসহ সিনিয়র জুডিসিয়াল ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, পারিবারিক আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, পিপি অ্যাড. আব্দুল লতিফ প্রমুখ।