নারী নির্যাতন প্রতিরোধে চতুর্থ দিনে জয়তী সোসাইটির মানববন্ধন

0

‘কমলা রংয়ের বিশে^ নারী, বাঁধার পথ দেবেই পাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ পালন উপলক্ষে জয়তী সোসাইটির ৫৪টি সংগঠন পক্ষকালব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার চতুর্থ দিনে জয়তী সোসাইটি পরিচালিত মোহনা, বাঁধন, অধিকার, উজ্জ্বল, উদয়, নবজাগরণ ও চেতনা মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে ঢাকা রোড হাউজিং অফিস মাইক্রোবাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচি আয়োজক সংগঠনসমূহের নেতা-কর্মী ও সংগঠনের সদস্যরা দেশে চলমান নারী ও শিশু শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, অডিটর বিউটি কুন্ডু, প্রশাসন সহকারী আব্দুল খালেক,নবজাগরণ মহিলা উন্নয়ন সংগঠনের সংগঠক ডালিয়া আফরোজ, অধিকার মহিলা উন্নয়ন সংগঠনের সভানেত্রী নাসিমা আফরোজ প্রমুখ। বিজ্ঞপ্তি