গান্না ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতার লড়াইয়ে একই পরিবারের ৫ জন

0

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে চাচা, নিজের সন্তান, আপন ভাতিজা, শ্যালক ও জামাইয়ের ভাই লড়াই জমে উঠেছে। প্রার্থীরা সবাই পরস্পর একই পরিবারের ৫ জন প্রার্থী। এই ইউনিয়নে ছোট শ্যালক আজিজুর রহমান লিটন ছাড়া বাকি ৫ জন নৌকা প্রতীক মনোনয়ন চাইতে পারেন। এরা হলেন গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেতাই গ্রামের আব্দুল ওহাব, ছেলে আসাদুজ্জামান আসাদ, ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা আতিকুল হাসান মাসুম, স্ত্রীর বড় ভাই কালুহাটী গ্রামের তোফাজ্জেল হোসেন বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দীন মালিতা। নাসির মালিতা হচ্ছেন আব্দুল ওহাবের জামাইয়ের ছোট ভাই। অন্যদিকে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান লিটন বিশ্বাস আব্দুল ওহাবের শ্যালক। তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। খোঁজ নিয়ে জানা গেছে, এরা সবাই এলাকায় গণসংযোগ করছেন। এদিকে গান্না মুক্তিযোদ্ধা মসিউর রহমান কলেজের সভাপতি আসাদুজ্জামান জানান, তার পিতা সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব ও তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। একই পরিবারের ৫ প্রার্থীর গণসংযোগ উপভোগ করছেন এলাকার মানুষ। সেই হিসেবে আত্মীয়তার বন্ধন ধরলে গান্না ইউনিয়নে আসন্ন নির্বাচনে ৫ জন প্রার্থী গণসংযোগ চালাচ্ছেন। একই পরিবারের ৫ প্রার্থীর নির্বাচনের খবরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। ভোটারদের মধ্যে উৎসুকভাব পরিলতি হচ্ছে। তবে যোগ্যতার বিচারে বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দীন ও সাবেক ছাত্রলীগ নেতা মাসুম মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন। ভোটারদের মতে নৌকার প্রার্থী যেই হোক মূলত লড়াই হবে বিএনপির প্রার্থীর সঙ্গে। সে হিসেবে স্বতন্ত্র হিসেবে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান লিটন দাঁড়িয়ে থাকলে ত্রিমুখী লড়াই হতে পারে।