দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত নাজির বিশ্বাস

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ অভাবের সংসারে হাসি ফুটাবেন। যেতে চেয়েছিলেন বিদেশে। পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করবেন, কিন্তু সেই আশা আজ ফিকে হয়ে গেছে নাজির বিশ^াসের। গিয়েছিলেন সৌদি আরব। কিন্তু প্রতারকদের দেওয়া ভিসার কাগজপত্র ঠিক না হওয়ায় ফিরতে হয় দেশে। দুই প্রতারক আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের নাজির বিশ^াস। গত ২৩ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর গ্রামের ইমারত বিশ^াসের ছেলে জাহাঙ্গীর হোসেন ও মো. মোস্তফার ছেলে রিপন বিশ^াসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন নাজির বিশ^াস। লিগ্যাল নোটিশে তিনি উল্লেখ করেছেন, ভাল বেতনে সৌদি আরবে পাঠানোর কথা বলে ৫ লাখ ৩ হাজার টাকা জাহাঙ্গীর ও রিপন গ্রহণ করেন। কিন্তু নাজির সৌদি বিমান বন্দরে পৌছাঁলে ভিসার কাগজপত্র সঠিক না হওয়ায় তাকে বিমান কর্তৃপক্ষ দেশে ফেরত পাঠায়। এরপর টাকা ফেরত চাইলে নাজিরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ৩ তারিখে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নাজির বিশ^াস। নাজির বিশ^াস বলেন, খুব কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করেছিলাম। কিন্তু তারা আমাকে ভুয়া কাগজপত্র দিয়ে সৌদি পাঠায়, এরপর আবার দেশে ফেরত আসতে হয়। এখন টাকা চাইলে আমাকে নানারকম ভয়ভীতি প্রদর্শন করেন। এ ব্যাপারে জানতে জাহাঙ্গীর হোসেন রিপন বিশ^াসের মোবাইলে ফোনে কল দিলে রিসিভ করেননি।