বাগেরহাটে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল গ্রেডের দাবিতে বাগেরহাটে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছে। রবিবার সকালে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা জড় হয়ে এই কর্মবিরতি পালন করেন। এ সময় নিজেদের দাবিসহ বিভিন্ন ¯োগান দেন তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন, বাগেরহাট সদর উপজেলা শাখার আয়োজনে এই কর্মবিরতি পালিত হচ্ছে। এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন, বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপিত আরাফাত শেখ, সাধারণ সম্পাদক এসএম রবিউল আলম, স্বাস্থ্য সহকারী সাইফুন নাহার, সঞ্জয় শিকদার, নাসরিন খানম, নুরুন্নাহারসহ আরও অনেকে বক্তব্য দেন। এছাড়াও বাগেরহাটের সকল উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছেন। বক্তারা বলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জেলায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।