বর্ষীয়ান রাজনীতিক ও আইনজীবী নজরুল ইসলাম গুরুতর অসুস্থ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম (৭৩) গুরুতর অসুস্থ। গতকাল রোববার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকায় নেয়া হয়। বর্তমানে তিনি পুরাতন ঢাকার আজগর আলী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। বর্ষীয়ান এই রাজনীতিক ও আইনজীবী বেশ কয়েকদিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছেন। গত শনিবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। গতকাল সকাল ১০ টার দিকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। অ্যাড. নজরুল ইসলামের ছেলে অ্যাড. নাজমুস সাদাত বলেন, তার বাবা বেশ কয়েকদিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছেন। তিনি যশোর শহরের বিকে রোডস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় তার শ্বাসকষ্ট প্রকট হলে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েন। বিষয়টি বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে জানালে তিনি তাৎক্ষণিক লোক পাঠিয়ে বাসা থেকেই করোনার নমুনা সংগ্রহসহ অক্সিজেন সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করেন। তিনি বলেন, তার বাবাকে বাসা থেকে হাসপাতালে নেয়ার সময় অ্যাম্বুলেন্সের মধ্যে শরীরে অক্সিজেনের মাত্রা কয়েক দফা হতাশাজনক পর্যায়ে নেমে যায়। পরে ঢাকার কাছাকাছি গিয়ে কিছুটা উন্নতি হয়। তাকে রাজধানীর পুরানো ঢাকার আজগর আলী হসপিটালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর তার শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৬ পর্যন্ত উঠানামা করছে। যা অনেকটা আশঙ্কামুক্ত বলে তিনি জানান। তবে নাজমুস সাদাত বলেন, তার বাবার শরীরে বর্তমান যে গতিবিধি দেখা যাচ্ছে তা পুরোটাই কোভিট-১৯ এর লক্ষণ। করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেলে সে বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে। তিনি বাবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এদিকে অ্যাড. নজরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেছেন, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুরুপ সুস্থতা কামনা করেছেন যশোর জেলা বিএনপি নেতৃবৃন্দ। পৃথক এক বিবৃতিতে যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বর্ষীয়ান এই আইনজীবীর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।