তেরখাদায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন গত ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি শুরু করে। রবিবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর সামনে অবস্থান কর্মতূচিতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য পরিদর্শক লিয়াকত হোসেন। বক্তব্য দেন, সহকারী স্বাস্ব্য পরিদর্শক সুদিপ্ত কুমার বিশ^াস, মোস্তফা কামাল হোসেন, নজরুল ইসলাম, এ এ হাসিব টিটো প্রমুখ।