কেশবপুরে গৃহবধূ সেলিনা হত্যা মামলায় স্বামীকে অভিযুক্ত করে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার॥ যশোর কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের গৃহবধূ সেলিনা বেগম হত্যা মামলায় স্বামী ওয়াদুদ মোল্লাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। ওয়াদুদ রামচন্দ্রপুর গ্রামের মৃত গহর আলী মোল্লার ছেলে। মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৫ বছর আগে আসামি ওয়াদুদ কেশবপুরের পাঁচ বাকাবর্শি গ্রামের মৃত লিয়াকত আলী মোড়লের মেয়ে সেলিনা বেগমকে বিয়ে করেন। চলতি বছরের ১৩ জুলাই দুপুরে ওয়াদুদ মোল্লা বাড়ি এসে সংসারিক বিষয় নিয়ে সেলিনাকে মারপিট করলে গুরুতর জখম হন। ওয়াদুদ তাকে ডাক্তারের কাছে না নিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করায়। বিষয়টি জানতে পেরে সেলিনার স্বজনেরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেলিনা বেগম ২৭ জুলাই মারা যান। এ ব্যাপারে নিহত সেলিনা বেগমের মামা রামচন্দ্রপুর গ্রামরে আজিজুর গাজী বাদী হয়ে কেশবপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া জবানবন্দি ও স্বাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকয় ওয়াদুদ মোল্লাকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ওয়াদুদকে আটক দেখানো হয়েছে।